৪ জুলাই, ২০২২ ১৯:৪৩

কক্সবাজার সমুদ্রে গোসলে করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রে গোসলে করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্ট সমুদ্রে গোসল করতে নেমে তানভীরুল হক তামিম (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তামিম কক্সবাজার বাস টার্মিনাল এলাকার নুরুল হকের ছেলে এবং কক্সবাজার বায়তুশ শরফ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় মাহিম (১৪) নামে আরও এক স্কুলছাত্রকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মাহিম কক্সবাজার শহরের জেল গেট এলাকার নুরুল ইসলাম ভুট্টোর ছেলে। সে উত্তরণ মডেল স্কুলের ছাত্র।

নিহতের সহপাঠী কক্সবাজার বায়তুশ শরফ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র নসির ইকবাল নাহিদ জানান, বিকেলে তামিমসহ তারা ৬ বন্ধু টিউব নিয়ে সী-গাল পয়েন্টে গোসল করতে নামে। এর মধ্যে ৩ জন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও ৩ জন উত্তরণ মডেল স্কুলের ছাত্র। গোসলের একপযায়ে দুই জন হঠাৎ স্রোতের টানে ভেসে যায়। দ্রুত তীরে উঠে এসে খবরটি তারা তাৎক্ষণিকভাবে লাইফগার্ড কর্মীদের অবহিত করলে লাইফগার্ড কর্মীরা উদ্ধারে নামেন।

উদ্ধার কাজে অংশ নেওয়া সী-সেইফ লাইফ গার্ডের সুপারভাইজার মো. ওসমান জানান, খবর পেয়ে সেখানে দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা প্রথমে মাহিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে তামিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মাহিম বর্তমান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর