নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সিপিবির যশোর জেলার সভাপতি কমরেড আবুল হোসেন, সিপিবির জেলা নেতা মতিউর রহমান জিকু ও কল্যাণ মূখার্জী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ