বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলীয় প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি মৌলভীবাজার। জেলাটিতে ঈদের ছুটিকে আনন্দময় করে তোলার জন্য রয়েছে অনেক দর্শনীয় স্থান।
প্রকৃতির অপার সৌন্দর্যের কাছ থেকে ঈদের ছুটি উপভোগ করতে চান যারা, তাদের জন্য মৌলভীবাজার অন্যতম গন্তব্য। তবে সিলেট বিভাগে চলমান বন্যার প্রভাব এবার পড়তে পারে মৌলভীবাজারের পর্যটন খাতে।
পর্যটন ব্যবসায়ীরা বলছেন, আগের বছর গুলোতে ঈদের আগের সপ্তাহগুলোতেই হোটেল-মোটেলে বুকিং শুরু হয়ে যেত। তবে এবছর তেমনটা হচ্ছে না। ফলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন পর্যটন ব্যবসায়ীরা।
করোনার কারণে গত ৩ বছর ঈদের ছুটিতে পর্যটন স্পট বন্ধ থাকার পর এ বছর গত ঈদ-উল ফিতরে সম্পূর্ণরূপে খোলা হলে দেখা মেলে পর্যাপ্ত পর্যটকের। তাই জেলার পর্যটন স্পটগুলো ঈদুল আযহার ছুটিতে ও পর্যটকদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। পর্যটন ব্যবসায়ীরাও হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও রিসোর্ট প্রস্তুত করে রেখেছেন। কিন্তু এখনও হোটেল মোটেলে বুকিং শুরু হচ্ছে না।
মৌলভীবাজার পর্যটন সেবা সংস্থার সাংগঠনিক সম্পাদক ও শ্রীমঙ্গল গ্রীনলিফ রিসোর্ট এর স্বত্ত্বাধিকারী এস কে দাস সুমন বলেন, ‘সিলেটের বন্যার কারণে মৌলভীবাজারে পর্যটন খাতে ব্যাপক ধস নেমেছে। পর্যটকরা মনে করছেন পুরো সিলেট বিভাগ বন্যা আক্রান্ত তাই এ বছর মৌলভীবাজারেও পর্যটক আসতে চাচ্ছে না। বিগত ঈদের ছুটিতে ৭/৮ দিন পূর্বে হোটেল মোটেলে বুকিং শেষ হয়ে যেত। কিন্তু এ বছর এখনও বুকিং শুরু হয়নি।’
বিডি প্রতিদিন/নাজমুল