ফরিদপুর শহরের গৃহলক্ষীপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ত্রিশ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও তার নাম ঠিকানা জানা যায়নি। বুধবার রাতে এ দুর্ঘটনাটি ঘটে। রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি মোঃ মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত ৯টার দিকে শহরের রেল ষ্টেশন সংলগ্ন গৃহলক্ষীপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
নিহতের লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কাজ করছে রেলওয়ে পুলিশ।
বিডি প্রতিদিন/এএ