নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধারকৃত এক ব্যক্তির মৃত্যুর কারণ শনাক্ত হয়েছে। লাশের ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হত্যা শেষে লাশটি পানিতে ফেলে দেওয়া হয়েছে।
লাশ উদ্ধারের দুই মাস পর ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, গত ২৭ মে দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় বুড়ীগঙ্গা নদী থেকে নৌ-কোস্ট গার্ডের সহযোগীতায় পাগলা নৌ পুলিশ ৩৫ বছর বয়সি এক যুবকের লাশ উদ্ধার করে। লাশটি পচে যাওয়ায় আঘাতের চিহ্ন বোঝা যায়নি। ২ মাস পর লাশটির ময়নাতদন্ত রিপোর্ট আসে। এতে বলা হয়— অজ্ঞাত যুবককে মারধর করে ও বিদ্যুতের শক দিয়ে হত্যার পর গুমের জন্য লাশটি নদীতে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নৌ পুলিশের এএসআই তোতা মিয়া বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল