নাটোরে জাতীয়তাবাদী কৃষক দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা কৃষক দলের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক কাজী বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু।
উৎসব ও আনন্দমুখর পরিবেশে আয়োজিত সমাবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে কৃষক দল ছাড়াও বিএনপির এবং অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা