জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে রাঙামাটি জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তর। রবিবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধূরীর সভাপতিত্বে এতে রাঙামাটি মৎস্য উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপক লে. কমান্ডার মো. তৌহিদুল ইসলাম ও জেলা মৎস্য কর্মকর্তা ত্রিবাঁশ চন্দ্র চন্দ উপস্থিত ছিলেন।
সভায় মৎস্য কর্মকর্তারা বলেন, আগামী ২৩ ও ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ দিবস পালন করা হবে। এ উপলক্ষে রাঙামাটি কাপ্তাই হ্রদে পোনা মাছ অবমুক্তকরণসহ র্যালি, আলোচনা সভা ও মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল