ঝালকাঠির নলছিটি পৌর এলাকার কান্ডপাশা হতে গোহালকাঠি পর্যন্ত সড়কের সংস্কার কাজের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে নলছিটি বরিশাল আঞ্চলিক মহাসড়কের কান্ডপাশা স্টিল ব্রিজ সংলগ্ন ঘণ্টা ব্যাপী এক মানববন্ধনে অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী মন্টু জোমাদ্দার, সুমন জোমাদ্দার, জহিরুল ইসলাম, উপজেলা কৃষকলীগ নেতা বালী তাইফুর রহমান তূর্যসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ১৫ বছর ধরে এই সড়কের কোনো কাজ করা হয়নি। তাই অল্প বৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কটি ডুবে যায়। বক্তারা মানববন্ধনে সড়কটি সংস্কারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল