খুলনায় পুলিশের দায়ের করা নাশকতা মামলায় মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা ও জেলা আহবায়ক আমির এজাজ খানসহ ৫০ নেতাকর্মীর ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার পূর্বের ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষে খুলনা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে বিচারক জামিন মঞ্জুর করেন।
মামলায় অপর আসামিরা হচ্ছেন- মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, দলের কেন্দ্রিয় নেতা রকিবুল ইসলাম বকুলসহ ৯২ জন। আসামী পক্ষের আইনজীবী অ্যাড. মোমরেজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ২৬ মে খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সাথে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৯২ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ৮শ’ জনের বিরুদ্ধে নাশকতা মামলা হয়। খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিত কুমার বসু বাদী হয়ে মামলাটি করেন।
বিডি প্রতিদিন/এএম