শেরপুরের নালিতাবাড়ীতে যাত্রীবাহী বাসের চাপায় লিটন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার বালুঘাটা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন ওই এলাকার মৃত আলকাছ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে বারোটা থেকে পৌণে একটার দিকে বালুঘাটা বাজারের কাউন্টার থেকে নালিতাবাড়ী হয়ে ঢাকাগামী যাত্রীবাড়ী বাস নালিতাবাড়ীর দিকে আসছিল। পথিমধ্যে নয়াপাড়া পাগলার মোড় এলাকায় এলে রাস্তা পারাপারের সময় লিটন নামে এক যুবককে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মাথা থেতলে ঘটনাস্থলেই প্রাণ হারায় লিটন। লিটনের পিতা আলকাছ ঈদের দিন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলেও জানায় এলাকাবাসী।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, বাস ও চালককে ঘটনার পরপরই শহরের অদূরে নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম