সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে বিএনপি।
রবিবার ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে তারাকান্দা উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ইয়াছিন আলী মেম্বার, মোখলেছুর রহমান আকন্দ, আব্দুল মান্নান, রাকিব তালুকদার, রাসেল মন্ডল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আমির হাসান স্বপন, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার প্রমুখ।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত খুররম খান চৌধুরী ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। তিনি জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসনে তিনবার এবং ঈশ্বরগঞ্জ আসন থেকে একবার এমপি নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন