টিউবওয়েল ও জল মোটরের পানি পান করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পুরো বেতবাড়িয়া গ্রামের মানুষ আর্সেনিক আক্রান্ত হয়েছেন। গ্রামের অন্তত ৬০ জন মানুষ হাতে পায়ে গুটি ও সারা শরীরে কালো তিল দাগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। তাদের শরীরে কালো কালো দাগ ও হাতে পায়ে ঘা দেখা দিয়েছে। ফলে এই গ্রামে বসবাসকারী দুই শতাধিক নারী-পুরুষ আর্সেনিকের চরম ঝুঁকিতে রয়েছে।
জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের অধিকাংশ বাড়িতে আর্সেনিক আক্রান্ত রোগী রয়েছেন। তাদের কারো শরীরে কম আবার কারো শরীরে বেশি আর্সেনিক রোগ দেখা দিয়েছে। এদিকে ইতিমধ্যে আর্সেনিক আক্রান্ত রোগীদের সাথে দেখা করে বিশুদ্ধ পানি সরবরাহের আশ্বাস দিয়েছে, সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি ও সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জন পলাশ হাসদা।
এ বিষয়ে সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি জানান, বেতবাড়িয়া গ্রামের অধিকাংশ মানুষের শরীরে আর্সেনিক আক্রান্তের খবর শুনে সরেজমিন পরিদর্শনের পর বিষয়টি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসকগণকে জানানো হয়েছে। সেই সাথে যারা আর্সেনিকে আক্রান্ত হয়েছে তাদের তালিকা করার নির্দেশসহ বেতবাড়িয়া এলাকায় দুটি বিশুদ্ধ পানির কল (ফিল্টারসহ) স্থাপনের জন্য বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি শুধু মর্টার দিয়ে আন্ডারগ্রাউন্ডের পানি ব্যবহার না করে মহানন্দা নদী ও পদ্মা নদীর পানি নিয়ে বিশুদ্ধ করে জনগণের মাঝে বিতরণের ব্যবস্থা করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলেও জানান।
এ বিষয়ে সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জন পলাশ হাসদা জানান, সদর উপজেলার বেতবাড়িয়া গ্রামের বেশকিছু মানুষের মাঝে আর্সেনিকের নমুনা ব্যাপকভাবে পাওয়া গেছে। তিনি আরও জানান, টিউবয়েল বা মর্টারের পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা হচ্ছে ০.০৫ মি. গ্রাম পার লিটার। এর বেশি হলে এখানকার পানি খাওয়া বন্ধ করতে হবে। কিন্তু বেতবাড়িয়া এখানকার টিউবয়েল ও মর্টারের পানিতে সহনীয় মাত্রার চেয়ে বেশি আসের্নিক রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল