চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জমশেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত জমসেদ আলী হচ্ছেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথানপাড়া গ্রামের মৃত উমেদ আলীর ছেলে। রবিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাথানপাড়া গ্রামের জনৈক গোলাপ হোসেনের সাথে জমশেদ আলীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার বিকেল ৫টার দিকে জমি মাপার সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে গোলাপ হোসেনের লোকজন জমসেশকে ইট ও লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রবিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, এ ঘটনায় সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম