কৃষিনির্ভর দিনাজপুরের চিরিরবন্দরেও বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় দুই রাকাত ইস্তেস্কার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন স্থানীয় মুসল্লিরা।
রবিবার সকাল ৭টায় চিরিরবন্দরের রানীরবন্দরের ঐতিহ্যবাহি নজরুল পাঠাগার ও ক্লাব মাঠে ইস্তেস্কার নামাজ ও মোনাজাতের আয়োজন করে স্থানীয়রা। এসময় দুই শতাধিক মুসল্লি এই নামাজ ও মোনাজাতে অংশগ্রহণ করেন। নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন লিস্যান্স মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. এনামুল হক।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা একটি কৃষি নির্ভর এলাকা হিসেবে পরিচিত। কিন্তু এ উপজেলায় দীর্ঘদিন ধরে অনাবৃষ্টি অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। প্রচণ্ড গরম ও তাপদাহে কৃষকসহ সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠার উপক্রম হয়েছে। তাই এ থেকে পরিত্রাণ পেতে আল্লাহর রহমত কামনায় চিরিরবন্দরের রানীরবন্দরে অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে বৃষ্টি কামনা করে এস্তেস্কার নামাজ আদায় ও বিশেষ মোনাজাত করা হয় বলে আয়োজকরা জানায়।
নামাজে অংশগ্রহণকারী কয়েকজন মুসল্লি জানান, আষাঢ় মাস শেষ হলেও এবছর আকাশে বৃষ্টি নেই। মহান আল্লাহ্তায়ালার দরবারে দুই রাকাত নামাজ আদায় করে দো’আ করেছি। মহান আল্লাহ্ যেন এই পরিস্থিতি ঠিক করে দেন।
বিডি প্রতিদিন/হিমেল