গাজীপুরের কালিয়াকৈরে কুটামনি এলাকায় রবিবার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী বিউটি আক্তার নিহত হয়েছেন। নিহত হলেন, উপজেলা গোপিনপুর এলাকায় নরুল ইসলামের মেয়ে। সে বড়ইবাড়ী একে ইউ ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড়ইবাড়ী একে ইউ ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ থেকে ওই কলেজছাত্রী বিউটি আক্তারকে নিয়ে এক সহপাঠী মোটরসাইকেলযোগে ঘুরতে যান। সফিপুর পাইকপাড়া সড়কের কুটামনি এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বিউটি আক্তার গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম