খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গদিচন্দ পাড়ায় রবিবার এক কিশোরীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম জীবনমালা ওরফে রুমি ত্রিপুরা (১৮)। জানা গেছে, হত্যার পর তার লাশ মাটিতে পুঁতে রাখা হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্বার করে। একই সাথে প্রতিবেশী নারী বুদক্তি ত্রিপুরাকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
নিহতের মা সুজিরং ত্রিপুরা জানায়, দূর পানি আনতে গেলে এ সুযোগে তার মেয়েকে প্রতিবেশী বুদক্তি ত্রিপুরা চুল ধরে টেনে নিয়ে মাটিতে ফেলে কুপিয়ে হত্যা করে। তিনি তার মেয়ে হত্যার বিচার দাবি করেন।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য বুদক্তি ত্রিপুরাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম