দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপর হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন কুমিল্লা। উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন কুমিল্লার সভাপতি নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামছুউদ্দিন কালু ও সাধারণ সম্পাদক আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম টুটুল এক বিবৃতিতে প্রতিবাদ জানান। তারা হামলার শিকার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
রবিবার উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় স্থানীয় এমপি উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষি মেরে আহত করার ঘটনা বিভিন্ন মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। এতে রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সম্মানহানি ঘটেছে। অনভিপ্রেত ও অপ্রত্যাশিত এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবি করছি।
এদিকে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি এটির সুরাহার জন্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাককে নির্দেশনা দিয়েছেন। সেখানে আমার ওপর হামলার প্রকৃত ভিডিও উপস্থাপন করা হবে।
তিনি বলেন, আমাকে হামলা করার ভিডিও না ছড়িয়ে, হামলার শিকার হওয়ার পর আমি রাগান্বিত হওয়ার পরের ভিডিও একটা গোষ্ঠী ফেসবুকে ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছে। আমার আফসোস হয়, এই হামলার নেপথ্যে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব জড়িত ছিলেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন জানান, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়া দুঃখজনক। এ ঘটনায় আমি কাকে দোষী করবো? আমি তো বিচার করতে বসেছি! আমি চেয়ারম্যান-এমপিকে মিটমাট করে দিবো।
এ বিষয়ে জানতে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল মুন্সীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কমল কৃষ্ণ ধর জানান, এ ঘটনায় পাল্টাপাল্টি কিছু অভিযোগ পেয়েছি। সবগুলো অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযোগকারী কতটুকু ঠিক তাও দেখা হচ্ছে। আমরা আইনি প্রক্রিয়ায় এগুচ্ছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জানা যায়, জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আবু ছাইদ আল মাহমুদ স্বপন এমপির নির্দেশনা অনুযায়ী দেবিদ্বারের ৫টি ইউনিয়নের সম্মেলন শেষ করে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার কথা। সম্মেলনের বিষয়ে শনিবার দুপুরে ঢাকায় সংসদ ভবনের এলডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের এক সভা চলছিল। এলাহাবাদ ও গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন সংক্রান্ত বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের মধ্যে মতানৈক্য হয়। একপর্যায়ে সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যানকে কিল-ঘুষি মারেন। এতে আহত হন উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল