ফেনী শহরতলীর নতুনবাজার এলাকায় চলন্ত সিএনজি অটোরিকশা থেকে পড়ে বেলাল হোসেন (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার রাত ১০টার দিকে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের নতুন বাজারে এই ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারের সিরাজ নেতা বাড়ির মৃত সুজা মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
ফেনী জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন জানান, স্থানীয়রা বেলাল হোসেনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন