দীর্ঘদিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে গতকাল বাংলাদেশে প্রবেশ করেছে ভারতীয় ৫১২ মেট্রিক টন চাল। বন্দর কর্তৃপক্ষ বলেছ, ১০ মাস বন্ধ থাকার পর চাল আমদানি করা হয়েছে।
গতকাল সন্ধ্যার পর ১৪টি ভারতীয় ট্রাকে চাল আমদানি করা হয়। প্রতি কেজি মোটা চালের আমদানি শুল্ক আদায় হচ্ছে ৯.৯০ টাকা।
সরকার চালের বাজার স্থিতিশীল রাখতে গত মাসে দেশের ৯৫ জন চাল আমদানিকারককে ৪ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেয়। প্রথম চালানে গতকাল ৫০০ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছে।
চাল আমদানিকারক প্রতিষ্ঠান ফরিদপুরের বর্ষা অটো রাইস মিলের মালিক বিপ্লব সাহা বলেন, ভারতে মোটা চালের কেজি ৪০ রুপি, তার সাথে ট্যাক্স এবং ভারতের ট্রাক বাংলাদেশে ঢুকতে যে পরিমাণ সময় নিচ্ছে তা দূর করা না গেলে চাল আমদানির সুবিধা জনগণ পাবে না।
বেনাপোল কাস্টমসের কমিশনার মো. আজিজুর রহমান বলেন, নিত্য প্রয়োজনীয় তালিকার প্রথমেই চাল। আমরা চাল খালাসে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। ২/৩ ঘণ্টার মধ্যে শুল্কায়ন শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা