ভোলায় বঙ্গোপসাগর মোহনায় চর নিজাম এলাকায় ভেসে আসা বার্জটি নিতে এসেছে মালিকপক্ষ। রবিবার কোস্ট গার্ড দক্ষিণ জোনের পক্ষ থেকে মালিক পক্ষের কাছে বার্জটি হস্তান্তর করা হয়। তবে রাত হয়ে যাওয়ায় আজ সোমবার বার্জটি মালিকপক্ষ গন্তব্যে নিয়ে যাবে বলে জানিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া অফিসার লে. শাফিউল।
কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও জানান, রবিবার বার্জটি উদ্ধারে মালিকপক্ষের দুটি টাগবোট এসে ঘটনাস্থলে পৌঁছে। কোস্টগার্ডের ১৯ সদস্যের টিম সার্বিক নিরাপত্তার জন্য ঘটনাস্থলে রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকালের দিকে চরফ্যাশনের সাগর মোহনায় চর নিজামের জেলেরা কোন জনমানবহীন পাথর বোঝাইদ একটি বার্জ ডুবোচরে আটকে থাকতে দেখে। পরে তারা এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে শুক্রবার বেলা ১১ টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই বার্জটির নিরাপত্তার দায়িত্ব নেয়।
কোস্টগার্ড জানায়, পাথর বোঝাই বাজটি ভারতের কাকিনাদা পোর্ট থেকে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের চলমান কাজের জন্য রওনা করে। পথিমধ্যে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র উত্তাল হওয়ায় টো করা টাগবোট "এ.এম এ্যাকুয়ার্ড" থেকে বার্জটি বিছিন্ন হয়ে যায়। পরে ভাসতে ভাসতে চর নিজামের কাছে এসে একটি ডুবো চরে আটকে পড়ে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ