আকাশে মেঘের ঘনঘটা। কখনো নীল কখনো কালো মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশ জুড়ে। কখনো দল বেঁধে কখনো জমাট বেঁধে। মাঝে মাঝে ঝিরঝিরি বৃষ্টি এসেই আবার শেষ। এক দুই মিনিট স্থায়ী হয় মাত্র। রোদ নেই কিন্তু ভ্যাপসা গরমে অতিষ্ট জনজীবন। মাথার উপরে মেঘের ছুটোছুটি ভালো লাগার দৃশ্য ছড়িয়ে দিলেও যেন আকাশের মন খারাপ।
আকাশে ঘুরে বেড়ানো মেঘ দেখে পঞ্চগড়ের সাধারণ মানুষ আশান্বিত হলেও বৃষ্টির ছিটেফোঁটাও নেই। গত দুই দিন ধরে এমন দৃশ্যই বিরাজ করছে এই জেলায়। এদিকে বৃষ্টির অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন চাষিরা। মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অথচ আমন রোপণের ভরা মৌসুম চলছে । কিন্তু পানির অভাবে রোয়া (ধান) লাগাতে পারছে না কেউ।
বৃষ্টি না হওয়ায় পুকুরগুলোর পানি শুকিয়ে যাচ্ছে। পাট চাষিরা পাট কাটলেও পানির অভাবে পঁচাতে পারছেন না। পানির অভাবে ক্ষুদ্র চা চাষিদের চা বাগান মরে যাচ্ছে। আমন সংশ্লিষ্ট শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। চিন্তায় পড়েছেন পাট চাষিরা। অচিরেই বৃষ্টি না হলে ভয়ানক সংকটে পড়বেন তারা।
আবহাওয়ার এমন বিরূপ আচরণে অবাক বয়স্ক মানুষেরা। তারা বলছেন, এমন অবস্থা দেখছেন অনেকদিন পরে। আগের কালের মতো ব্যাঙের বিয়ে দেয়ার জন্য অনেকে পরামর্শ দিচ্ছেন। অনেকে বলছেন, বৃষ্টির জন্য প্রার্থনা করতে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের কর্মকর্তা রাসেল শাহ জানান, আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি নেই। আগামী ২/১ দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা