দিনাজপুরের চিরিরবন্দরে একটি গাভী দুই মুখ বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের আব্দুলপুর গ্রামে এমদাদুল হকের বাড়িতে ওই বাছুরের জন্ম হয়। এখবর ছড়িয়ে পড়ায় বাছুরটিকে এক নজর দেখতে উৎসুক জনতা ভিড় করছে।
গরুর মালিক মো. এমদাদুল হক বলেন, দীর্ঘদিন ধরে বাড়িতে ফ্রিজিয়ান জাতের গাভী গরুটি লালন পালন করে আসছি। গত সোমবার রাতে গরুটি একটি বাছুর প্রসব করে। বাছুরটির দুইটি মুখ রয়েছে। যা দেখতে অস্বাভাবিক। জন্মের পর থেকেই বাছুরটি সুস্থই আছে। তবে খাচ্ছে না।
উৎসুক জনতার একজন আব্দুলপুর গ্রামের সাখওয়াত হোসেন বলেন, মঙ্গলবার সকালে শুনলাম এমদাদুল ভাইয়ের গরুর দুই মুখ বিশিষ্ট একটি বাছুর জন্মেছে। সেটা এখনো বেঁচে আছে। তাই দেখেতে এলাম।
আব্দুলপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ময়েনউদ্দিন শাহ্ বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি।
এ ব্যাপারে ভেটেরিনারী পল্লী চিকিৎসক মোবাশ্বেরর আলী শাহ্ বলেন, আমি এ গাভীটিকে জার্সি জাতের ভ্রুণ দিয়েছিলাম। গত সোমবার রাতে আমি বাছুরটি খালাস করে বের করেছি। তখনই লক্ষ্য করেছি এটি দুই মুখ বিশিষ্ট একটি বাছুর। বাছুরটি জন্মের পর থেকে খাচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল