দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে মাছ উৎপাদন ও রফতানির বিশাল সম্ভাবনা থাকলেও জেলার চাহিদাও পূরণ হচ্ছে না। চাহিদা মিটিয়ে দেশ-বিদেশে মাছ রফতানি এবং মৎস্য শিল্পের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা।
শনিবার দুুপুরে জেলা মৎস্যদপ্তর আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন বক্তব্য তুলে ধরেন বক্তারা। এসময় জেলা মৎস্য কর্মকর্তা শাহনেওয়াজ সিরাজী জেলার মৎস্য সম্পদ সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।
তিনি জানান, পঞ্চগড়ে মাছ উৎপাদন হয় মাত্র ১৮ হাজার ১৯০ মেট্রিক টন। জেলায় মাছের চাহিদা রয়েছে ২১ হাজার ২৯৬ মেট্রিক টন। প্রায় ৪ হাজার মেট্রিক টন মাছ আমদানি করতে হয়। অথচ জেলায় মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এস এ মাহমুদ সেলিম ও হোসেন রায়হান প্রমুখ। বক্তারা সঠিক পরিকল্পনা করে মৎস্য সম্পদ বৃদ্ধির আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এমআই