"নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ স্লোগানকে সামনে রেখে শরীয়তপুর জেলার ৬টি উপজেলা শরীয়তপুর সদর উপজেলা, জাজিরা, ভেদরগঞ্জ, ডামুডা, গোসাইরহাট ও নড়িয়া জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় ৬ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় নিজ নিজ উপজেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সদরের মনদিপ ঘরাই , জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল, ডামূডা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান ।
সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তারা জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে ২৩ জুলাই সকাল ১২টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং এর মাধ্যমে সচেতনতা মূলক প্রচারণা করা। ২৪ জুলাই, মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা করা। ২৫ জুলাই, ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠানের মাধ্যমে মৎস্য সপ্তাহের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন। স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষীদের মাঝে প্রাতিষ্ঠানিক ভাবে পুরস্কার প্রদান ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অর্জিত গুরুত্বপূর্ণ অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন। ২৬ জুলাই, বিভিন্ন অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা। ২৭ জুলাই, উপজেলায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ প্রদান ও মাছ চাষীদের পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা। ২৯ জুলাই, জাতীয় মৎস্য সপ্তাহ-২২ এর মূল্যায়ন ও সমাপনী ঘোষণা করার মধ্য দিয়ে, জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী ঘোষণা করা
বিডি প্রতিদিন/এএ