রাজবাড়ীর সদর উপজেলার বানিবহ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে বানিবহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বানিবহ কৃষক লীগের আহবায়ক মো. আব্দুস শুকুর মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। সম্মেলনে নেতকর্মীদের উদ্দেশ্যে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক দপ্তর সম্পাদক শেখ গোলাম মোস্তফা বাচ্চু, জেলা কৃষক লীগের আহবায়ক আবু বককার খান, যুগ্ন আহবায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সি, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরজু প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হবে।
বিডি প্রতিদিন/এএ