নাটোরের লালপুরের বজ্রপাতে দুই মহিষসহ বিপ্লব (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুলাই) বিকেলে সাড়ে পাঁচটার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদীর ভবানীপুর চর নামক স্থানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
মৃত ওই যুবক লালপুর উপজেলার মহিষ সে উপজেলার চকবাদেকুল গ্রামের বানেজ মন্ডলের ছেলে। ওই চরে মহিষ চরাতে গেলে বজ্রপাতে ঘটনা স্থলে বিপ্লবের মৃত্যু হয়। এসময় দুইটি মহিষ মারা যায় বলে জানা গেছে। রাতে বিপ্লবের মরদেহ এলাকায় আসলে শোকের ছায়া নেমে আসে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ