মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে চুরি হওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের দেওয়া তথ্য মতে, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলগুলি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার দুপুরে মানিগকঞ্জ সদর থানায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাষ্কর সাহা।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর জেলা থেকে চোর চক্রের সদস্য জহিরুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয় এবং তার দেওয়া তথ্য অনুযায়ী চোর চক্রের সদস্য নুর মোহাম্মদ (২৮) এবং মহিদ মোল্লাকে (২৫) গ্রেফতার করা হয়। তিনজনই ফরিদপুর জেলার কোতয়ালী থানার বাসিন্দা। এসময় চোরদের নিকট হতে ৫টি মোটরসাইকেল এবং ৩টি মাস্টার কি উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা