কুমিল্লার দাউদকান্দি পৌর সদরে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার নতুন ফেরিঘাট এলাকায় রবিবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার দাউদকান্দির পৌর সদরে নতুন ফেরিঘাট এলাকায় মাইনুদ্দিন (১৮) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার বালু ব্যবসায়ী মাহাবুব খন্দকারের ড্রাম ট্রাকের চালক ছিলেন। রবিবার মাইনুদ্দিনের সাথে তার সৎভাই রাসেলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাসেল তার ভাই মাইনুদ্দিনকে খুন করে পালিয়ে যায়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সোমবার বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুনিকে শনাক্তের পর তাকে গ্রেফতার করা হয়। মাইনুদ্দিন চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকার মোসলেম উদ্দিনের পুত্র। তিনি ট্রাক চালানের সুবাদে দাউদকান্দিতে থাকতেন।
বিডি প্রতিদিন/হিমেল