সাওতাঁল আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুর্মু ভারতের ১৫তম এবং প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি। আজ সোমবার সকালে ভারতের দ্বিতীয় নারী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু।
সোমবার সকাল ১১টায় উপজেলা আদীবাসী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ সারি সারণা গাঁওতার আয়োজনে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।মাদলের তালে তালে নেচে গেয়ে শোভাযাত্রাটি ফুলবাড়ী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে শহীদ মিনার চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। দৃষ্টিনন্দন শোভাযাত্রাটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
পথসভায় বক্তারা বলেন, সারা বিশ্বে বসবাসরত আদিবাসীগণ নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যচ্ছে, তারই স্বীকৃতিস্বরূপ আদিবাসী সম্প্রদয়ের দ্রৌপদী মুর্মু ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আলোচনা সভা শেষে বেসরকারি সংস্থা বেসিক এর সহযোগিতায় মিষ্টি বিতরণ করা হয়।
পথসভায় ফুলবাড়ী উপজেলা আদীবাসী উন্নয়ন সমিতির সভাপতি ও বাংলাদেশ সারি সারণা গাঁওতা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চুন্নু টুডুর সভাপতিত্বে বক্তব্য দেন আদিবাসী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাঞ্জু হাসদা, বাংলাদেশ সারি সারণা গাঁওতা ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাহেব মুর্মু, আদিবাসী যুব ফোরামের সভাপতি শ্রীমান সরেন, সাধারণ সম্পাদক জিবন মুর্মু, আদিবাসী ছাত্র ইউনিয়নের সভাপতি রাজেন মার্ডিসহ বিভিন্নস্তরের আদিবাসী নেতৃবৃন্দগণ।
বিডি প্রতিদিন/ফারজানা