কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ মো. আয়াজ (২২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা। ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন'র (এপিবিএন) অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স ক্যাম্পের আই ব্লকে অভিযান পরিচালনা করা হয়। রোহিঙ্গা সন্ত্রাসী নয়াপাড়া ক্যাম্পের এমআরসি- নম্বর ৮০০৬৮ আই ব্লকের, শেড নং-৫২৭/৫ এর বাসিন্দা মোহাম্মদ সিদ্দিকের ছেলে মো. আয়াজকে (২২) আটক করা হয়। এ সময় তার নিজের ঘরে লুকানো অবস্থায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র শুটার গান (এলজি) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে আটককৃত রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম