বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের আয়োজনে বারি’র অফিস সহকারীদের অফিস ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সোমবার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।
বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, কৃষি গবেষণা কেন্দ্র গোপালগঞ্জ এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এম এম কামরুজ্জামান। কর্মশালাটি পরিচালনা করেন প্রশিক্ষণ ও যোগাযোগ উইংয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবদুর রাজ্জাক।
গোপালগঞ্জ জেলায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদারকরণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়ণে আয়োজিত কর্মশালায় বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের ৩০ জন অফিস সহকারী অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারী বারি’র অফিস সহকারীদের অফিস ব্যবস্থাপনা বিষয়ক সার্বিক বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএম