জয়পুরহাটে ট্রাক্টর উল্টে পুকুরে পড়ার পর নিচে চাপা পড়ে হানিফ আলী (৪৫) নামে এক চালক মারা গেছেন। সোমবার সকালে সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হানিফ আলী জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
ওসি আলমগীর জাহান জানান, হানিফ আলী ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন। সকালে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় রাস্তাটি পিচ্ছিল থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে হানিফ আটকা পড়েন। এসময় রাস্তা দিয়ে যাওয়ার পথে পথচারীরা গাড়িটি দেখতে পায়। পরে তার পরিবারকে জানালে ট্রাক্টরের নিচে খোঁজাখুঁজি করে হানিফের লাশ পাওয়া যায়।
বিডি প্রতিদিন/এমআই