পটুয়াখালীর গলাচিপায় পাবলিক টয়লেটের সামনে মৃত সন্তান প্রসব করেছেন এক প্রসূতি মা। বর্তমানে ওই প্রসূতি রিমা আক্তার (২২) সুস্থ আছেন এবং তিনি বাড়িতে রয়েছেন। বুধবার বিকালে উপজেলার হরিদেবপুর ফেরিঘাট সংলগ্ন পাবলিক টয়লেটের সামনে এ ঘটনা ঘটে।
রিমার শাশুড়ী পারভীন বেগম জানান, বুধবার সকালে রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের বউ বাজার এলাকার বিপ্লবের স্ত্রী রিমা আক্তারের প্রসব যন্ত্রণা শুরু হয়। প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক সবুজ চিকিৎসা প্রদান করেন। পরে কমিউনিটি মেডিকেল কর্মকর্তা সমীর ভূঁইয়ার স্ত্রী লাবনী রানী নরমাল ডেলিভারির হাতুড়ে চেষ্টা করেন এবং ৪ থেকে ৫ ঘণ্টা সময়ক্ষেপণ করেন। এসময় রিমার অবস্থার অবণতি দেখে স্বজনরা জোরপূর্বক তাকে স্পিডবোডযোগে গলাচিপা নিয়ে আসেন। সেখান থেকে পটুয়াখালী নেয়ার পথে হরিদেবপুর পাবলিক টয়লেটের সামনে রিমা মৃত সন্তান প্রসব করেন।
প্রসূতি রিমা আক্তার বলেন, আমার স্বজনরা বার বার লাবনী রানীকে চিকিৎসা বন্ধ করতে বলেছে। তারপরও তিনি জোরপূর্বক চিকিৎসা করেছেন।
এ বিষয়ে জানতে লাবনী রানী ও পল্লী চিকিৎসক সবুজের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
বিডি প্রতিদিন/ফারজানা