বরিশালের কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক নারীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় নগরীর মোহাম্মাদপুর সংলগ্ন নদীর চর থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
নৌ থানার এসআই মো. আ. হাই জানান, সকাল ৯টায় স্থানীয় লোকজন অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। লাশের কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা