জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শফিউল বারী বাবুর ২য় মৃত্যুবার্ষিকী ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে পালন করা হয়। শুক্রবার দুপুরে ফরিদপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বিএনপি নেতা অ্যাডভোকেট আলী আশরাফ নাননু, আফজাল হোসেন খান পলাশ, এমটি আখতার টুটুল, ইঞ্জিনিয়ার খায়রুল আনাম, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, হাসানুর রহমান মৃধাসহ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা। এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা ও মরহুম শফিউল বারী বাবুর আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরন করা হয়।
বিডি প্রতিদিন/এএ