ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার চানমারী এলাকায় সজীব (১৭) নামের কিশোর খুন হয়েছে। নিহত সজীবের পরিবারের অভিযোগ, চারজন মিলে সজীবকে বাড়ি থেকে ডেকে নিয়েই তাকে হত্যা করেছে।
গতকাল রবিবার রাত সাড়ে ৭টায় চানমারী লিংক রোডের মোড় থেকে সজীবকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়। সজীব শহরের চাষাঢ়া রামবাবুর পুকুরপাড় এলাকার কামাল হোসেনের ছেলে। কামাল হোসেন একটি ভাঙারীর দোকান চালাতেন। সজীব সপ্তম শ্রেণিতে পড়াশোনার পর আর পড়াশোনা করেনি।
সজীবের বড় বোন শাহীনূর আক্তার জানান, ‘সজীব সন্ধ্যায় বাসা থেকে বের হয়। পরে রাতে শুনি তাকে ছুরি মেরে হত্যা করেছে। সন্ধ্যায় চারজন মিলে সজীবকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাদের মধ্যে তিনজন এসে জানায় সজীবকে মেরে ফেলা হয়েছে।’
স্থানীয়রা জানান, সন্ধ্যায় চাঁদমারী মাউরাপট্টি এলাকাতে কিশোর গ্যাংদের একটি মারামারির ঘটনা ঘটে। সেখানে একজন আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর কিছু সময় পরেই লিংক রোডের চানমারী মোড়ে সজীবকে আহত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে ছুরিকাঘাতের দাগ ছিল।’
প্রত্যক্ষদর্শী আইনজীবীর সহকারী সিদ্দিকুর রহমান সাংবাদিকদের জানান, লিংক রোডে কে বা কারা একটি কিশোর বয়সের ছেলেকে ছুরিকাঘাত করেছে তা দেখিনি কিন্তু ছেলেটার নিথর দেহ পড়ে থাকতে দেখে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।
১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ছেলেটি মারা গেছেন। তার বুকে একটি ছুরিকাঘাতের জখম রয়েছে।
নারায়ণগঞ্জ সদর সার্কেল এসপি নাজমুল হাছান জানান, কথা কাটাকাটি নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে চাকু মারলে সজীব নামে এক কিশোর আহত হয় । পরে সে র মারা যায়। এ ঘটনায় তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/নাজমুল