ভোলায় বিএনপির ডাকা হরতাল কয়েক ঘণ্টা পালন করার পর প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে হরতাল পালন করার পর মানুষের ভোগান্তির কথা চিন্তা করে দুপুর ১২টার পর এটি প্রত্যাহার করা হয়।
জেলা বিএনপি কার্যালয়ে দুপুর ১২টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের শুরুতে ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর আনুষ্ঠানিকভাবে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে, বিএনপি ও পুলিশের সংঘর্ষে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল কর্মী রহিমের হত্যার বিচার চেয়ে বৃহস্পতিবার শহরে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে ভোলা জেলা বিএনপি।
সকাল থেকেই শহরে থমথমে অবস্থা বিরাজ করে। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। সীমিত আকারে যানবাহন চলাচল করেছে। লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক ছিল। তবে বন্ধ ছিল শহরের দোকানপাট। এদিন বিএনপির কর্মীদের দলীয় কার্যালয়ের সামনে থেকে বাংলাস্কুল মোড় পর্যন্ত খণ্ডখণ্ড মিছিল করতে দেখা যায়।
বিডি প্রতিদিন/এমআই