আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সদর উপজেলার পৌর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিংড়ি মাছের মধ্যে জেলি ডুকিয়ে ওজন বাড়ানোর অভিযোগে ২ মাছ ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। এ সময় পুলিশ ও মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, দীর্ঘদিন থেকে মাইজদী পৌর বাজারে চিংড়ি মাছের মধ্যে ওজন বাড়ানোর জন্য জেলি ঢুকিয়ে মাছ বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে ২ মাছ ব্যবসায়ীকে আটক করে তাদের ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মাছ গুলো জব্দ করা হয়েছে। নিয়মিত অভিযান চলবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ