বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেল খনন কাজের ‘এম রহমান’ নামে একটি ড্রেজারে ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোরে একদল ডাকাত ড্রেজারে থাকা স্টাফদের ওপর হামলা চালিয়ে ১৫০০ লিটার ডিজেল, আট ড্রাম রং, একটি পাম্প মোটর, ১৬ কেজি গ্রিজ ও ১০ বস্তা নাটবল্ট লুট করে। ডাকাতদের হামলায় ড্রেজারের তিনজন স্টাফ গুরুতর আহত হন।
ডাকাতরা চলে যাওয়ার পরপরই ড্রেজার থেকে সাহায্য চেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেওয়া হয়। মোংলা নৌপুলিশ ঘটনা জেনে দ্রুত অভিযানে নেমে মো. রাসেল (২৫) নামে এক ডাকাতকে লুটের মালামালসহ আটক করে।
ড্রেজারের ম্যানেজার গোপিনাথ দাস জানান, ভোরে তাদের এম রহমান ড্রেজারে একদল ডাকাত হানা দেয়। ডাকাত দলের সদস্যরা স্টাফদের ওপর হামলা করে। এতে ড্রেজারের ৩ স্টাফ মো. জাহিদুল কবির (৩৫), লোকমান হোসেন (৩৮) ও রিপন শেখ (২৮) গুরুতর আহত হন। ডাকাতরা চলে যাওয়ার পরপরই ড্রেজারের সিনিয়র টেকনিশিয়ান মো. নিজাম সহায়তা চেয়ে ৯৯৯ এ ফোন দেয়। এরপর মোংলা নৌপুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পোঁছায়।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ শিশির ঘোষ জানান, ৯৯৯ এ কলের মাধ্যমে তারা বঙ্গবন্ধু মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলে ড্রেজারে ডাকাতির ঘটনা জানতে পারেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে মো. রাসেল নামে এক ডাকাতকে লুণ্ঠিত মালামালসহ আটক করা হয়। বাকি আট ডাকাত মালামাল ফেলে পালিয়ে যায়।
শিশির ঘোষ বলেন, ডাকাত রাসেলের বাড়ি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের চিনির ব্রিজ এলাকায়। এ ঘটনায় অন্য ডাকাতদের আটকে নৌপুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল