টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএসও) ডা. মো. রুহুল আমিন মুকুল বক্তব্য করেন ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএসও) ডা. মো. রুহুল আমিন মুকুল বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত আল্টা স্নো গ্রাম, এক্স-রে, ই.সি.জি, রক্ত পরীক্ষাসহ অন্যান্য স্বাস্থ্য পরীক্ষা অব্যাহত আছে। আমাদের একটি ডিজিটাল এক্স-রে মেশিন প্রয়োজন বলে দাবী করেন।
বিডি প্রতিদিন/এএ