সাজাপ্রাপ্ত ১১টিসহ মোট ১৫ মামলার পলাতক আসামি তোসিকুল ইসলামকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত তোসিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার হুজরাপুর পাঠানপাড়া গ্রামীণ টাওয়ার এলাকার মৃত আবুল কালাম বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে তাকে ঢাকার নিলক্ষেত থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর মডেল থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত তোসিকুল ইসলাম ১১টি মামলার সাজাপ্রাপ্ত ও ৪টি মামলার পলাতক আসামি হিসেবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।
তিনি আরও জানান, পুলিশ সুপার আবদুর রকিবের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এসআই আজিম, এএসআই সঞ্জয় ও করিম ঢাকার নিলক্ষেত এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ