১১ আগস্ট, ২০২২ ১৭:২৭
নীলফামারী

চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারী লাঞ্চনার প্রতিবাদে প্রাকটিস বন্ধের আলটিমেটাম

নীলফামারী প্রতিনিধি

চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারী লাঞ্চনার প্রতিবাদে  প্রাকটিস বন্ধের আলটিমেটাম

কাউন্সিলর কর্তৃক নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী লাঞ্চনার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নীলফামারী জেলা শাখা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিভিল সার্জন কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বক্তব্য উপস্থাপন করেন বিএমএর জেলা সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু ও সহ-সভাপতি ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন।

বিএমএ নেতারা এসময় জেনারেল হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের হামলার ঘটনায় জড়িত কাউন্সিলর মাহফুজার রহমান শাহকে আগামী রবিবারের মধ্যে গ্রেফতার করা না হলে ওই দিন জেলায় প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখা হবে আলটিমেটাম দেন।

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর