১৩ আগস্ট, ২০২২ ১৬:১২

পদ্মায় জেলের জালে ১৮ কেজির পাঙ্গাস

রাজবাড়ী প্রতিনিধি:

পদ্মায় জেলের জালে ১৮ কেজির পাঙ্গাস

রাজবাড়ীর পদ্মা নদীতে ১৮ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। শনিবার মানিকগঞ্জের জেলে বাসুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা বলেন, জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-যমুনার মোহনা থেকে মাছটি ধরা পড়ে। পরে ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেয়। 
চান্দু মোল্লা বলেন, বড় মাছের খবর পেয়ে আমি দৌলতদিয়া ফেরি ঘাট সংলগ্ন মৎস্য আড়তে যাই। জেলে বাসুদেব মাছটি জাহিদ ব্যাপারীর আড়তে তোলে। সেখান থেকে আমি ১ হাজার ২৭০ টাকা কেজি দরে মোট ২২ হাজার ৮৬০ টাকা দিয়ে মাছটি ক্রয় করি। সেখান থেকে মাছটি কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানি বেড়েছে। এই সময় পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছে। প্রতিদিনই এমন বড় মাছ পাওয়া যাচ্ছে। পদ্মার মাছের দাম একটু বেশি।

বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর