১৩ আগস্ট, ২০২২ ১৮:১১

করিমগঞ্জে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি

করিমগঞ্জে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের করিমগঞ্জে রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। আজ শনিবার বেলা ১১ টার দিকে জয়কা ইউনিয়নের খোজারগাঁও গ্রামের রাস্তাটি পাকা করার দাবিতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

এলাকাবাসী জানান, গ্রামের একটিমাত্র রাস্তা কিশোরগঞ্জ-মরিচখালী সড়কের সাথে সংযুক্ত। কিন্তু গ্রামের রাস্তাটির বেশির ভাগ অংশই কাঁচা এবং ভাঙ্গাচোরা। সামান্য বৃষ্টি হলেই কাদা পানিতে একাকার হয়ে পড়ে। ফলে হেটেও চলাচল করা যায় না। পাশের বড় হাওরের উৎপাদিত ধান এ রাস্তা দিয়েই আনা হয়। কিন্তু রাস্তাটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি পাকা করার দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন মো. জাকারিয়া, মো. এরশাদ উদ্দিন, আব্দুস সালাম, সাবেক ইউপি মেম্বার আবুল কাশেম, স্থানীয় মসজিদের ইমাম মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে রাস্তা পাকা করার দাবি জানিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নুর কাছে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। সংসদ সদস্য এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর