১৬ আগস্ট, ২০২২ ২২:১৮

বিজয়নগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি

বিজয়নগরে অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা

বিজয়নগরে অবৈধ কারেন্ট জাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় এক দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

উপজেলা মৎস্য অফিসার মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার সকালে আড়িয়ল বাজারে পাশের খালে অভিযান চালিয়ে ৯টি রিং জাল জব্দ করা হয়। এছাড়া আমতলী বাজারের সারোয়ার রহমানের দোকান থেকে ৩৫০ পাউন্ড কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় অবৈধ জাল বিক্রির অপরাধে দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়েছে। জাল বিক্রির অপরাধে দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়েছে। জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর