শ্বশুর বাড়ির লোকজন ঘরে উঠতে না দেওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে মোহিনী (২২) খাতুন নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। আজ বুধবার (১৭-আগস্ট) সকাল ১০টার দিকে সিঁড়ি ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। মোহিনী মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের পন্ডের ঘাট এলাকার সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী ও শ্যামপুর গ্রামের মহিবুল ইসলাম খোকনের মেয়ে।
স্থানীয় গ্রামবাী জানায়, গত ৩ দিন আগে মোহিনী তার মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন তাকে ঘরে উঠতে দেয় না। পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে শ্বশুরবাড়িতে প্রবেশ করলেও পরিবারের লোকজন নানাভাবে অত্যাচার শুরু করে। আজ সকালে মোহিনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রাম বাসীর অভিযোগ ইতি পূর্বে পরিবারিক অত্যাচারের কারণে জাহাঙ্গীরের বড় ভাইয়ের দুটি স্ত্রী পর পর বাড়ি ছাড়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে মেহেরপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ