১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশে মিলিত হয়।
আলোচনা সভা শেষ করে বিক্ষোভ মিছিলটি পৌর উদ্যান থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে এসে শেষ হয়।
আয়োজিত বিক্ষোভ মিছিল উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
এছাড়াও বক্তব্য দেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনি, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, যুবলীগের প্রেসিডেয়াম সদস্য মামুনুর রশীদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, মহিলা লীগ ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুলের সাধারণ শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/কালাম