পটুয়াখালীর গলাচিপায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
বুধবার সকাল ৯টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মুহম্মদ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন সানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা মো. দুধা মিয়াসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল