কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যাওয়া আব্দুল্লাহ আল মারুফের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাগরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর আজ বুধবার দুপুরে তার মরদেহ সৈকতের লাবনী পয়েন্ট থেকে উদ্ধার করা হয়।
মারুফ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা সদর এলাকার রেজাউল করিমের ছেলে ও গাজীপুর মেট্রোপলিটন কলেজের ২য় বর্ষের ছাত্র।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে সৈকতের লাবনী পয়েন্ট ও সীগাল পয়েন্টের মাঝামাঝি এলাকায় পর্যটকেরা গোসল করার সময় একটি মরদেহ দেখতে পেলে সি সেইফ লাইফ গার্ড ও বীচ কর্মীরা মরদেহ উদ্ধার করে। পরে দু'দিন আগে নিখোঁজ মারুফের স্বজনরা এসে মরদেহ শনাক্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ আরো জানায়, মারুফ, মাসুম ও শাওন তারা তিন বন্ধু গত রবিবার গাজীপুরের কাপাসিয়া থেকে কক্সবাজার বেড়াতে যায়। পররদিন সোমবার দুপুরে সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায় মারুফ ও শাওন। পরে সি সেইফ লাইফ গার্ডের কর্মীরা শাওনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও মারুফ নিখোঁজ ছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন