২০০৫ সালে সরাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে মিছিলটি পুনঃরায় দলীয় কার্যালয়ে এসে সমাবেশে রূপ নেয়।
মিছিল ও সমাবেশে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা ও শহর মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও তাতীলীগ, ১২টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়ন আওয়ামীলীগ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল